ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির যোগসূত্র বিষয়ক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির যোগসূত্র বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

বাকৃবির স্টাবলিশমেন্ট অব টেকনোলজি ট্রান্সফার অফিসের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান এ কর্মশালায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. জহীরউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।