ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর বোর্ডে জেএসসিতে অনুপস্থিত ২৩শ’ পরীক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
দিনাজপুর বোর্ডে জেএসসিতে অনুপস্থিত ২৩শ’ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় দুই হাজার তিনশ’ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

দিনাজপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় দুই হাজার তিনশ’ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিকেলে দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলাম অনুপস্থিতির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, বিজ্ঞান পরীক্ষায় দুই লাখ ১০ হাজার ২৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে দুই লাখ সাত হাজার ৯১৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।