ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

খুবির কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
খুবির কলা ও মানবিক স্কুলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি)  কলা ও মানবিক স্কুলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর ) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি)  কলা ও মানবিক স্কুলের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর ) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।

এ স্কুলে আগামী ২১ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মেধা তালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন এবং বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেধা তালিকা (কোটাসহ) থেকে ভর্তি করা হবে।

প্রথম অপেক্ষমান তালিকা (কোটাসহ) থেকে নিবন্ধন আগামী ২৭ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং প্রথম অপেক্ষমান তালিকা (কোটাসহ) থেকে ভর্তি করা হবে দুপুর সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত।

ফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.ku.ac.bd  পাওয়া যাবে।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুল ও ১টি ইনস্টিটিউটের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা শেষ হলো।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমআরএম/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।