ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বৃত্তি পেলেন ঢাবির ৪ শিক্ষার্থী

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
বৃত্তি পেলেন ঢাবির ৪ শিক্ষার্থী

২০১৪ সালের এমবিএ ও এমএসএস পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার মেধাবী শিক্ষার্থীকে ‘মুস্তাফিজুর রহমান খান-সালেহা খানম মেমোরিয়াল বৃত্তি’ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৪ সালের এমবিএ ও এমএসএস পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার মেধাবী শিক্ষার্থীকে ‘মুস্তাফিজুর রহমান খান-সালেহা খানম মেমোরিয়াল বৃত্তি’ দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ওই শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের খালেদ বিন আমির, মনিজা খাতুন ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের আলী আহসান জোনায়েদ, রওশন-ই ফাতিমা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক মাহফুজা খানম, দাতার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনামউজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসকেবি/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।