ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে মাভৈঃ আবৃত্তি সংসদের দেড়যুগ পূর্তি উদযাপন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
শাবিপ্রবিতে মাভৈঃ আবৃত্তি সংসদের দেড়যুগ পূর্তি উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদের দেড়যুগ পূর্তি উদযাপিত হয়েছে।

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈঃ আবৃত্তি সংসদের দেড়যুগ পূর্তি উদযাপিত হয়েছে।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১টায় ক্যাম্পাসের অর্জুনতলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও কেক কেটে দিবসটি পালিত হয়।

‘শেকল ভাঙার ছন্দ মোরা দেয়াল ভাঙার উচ্চারণ’ এই স্লোগানকে ধারণ করে দেড়যুগ পূর্তি উদযাপন করে সংগঠনটি।

আনন্দ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাভৈঃ এর উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সোহেল রানা, সংগঠনের সাবেক সভাপতি গিয়াস বাবু, বর্তমান সভাপতি কাসিব মুন্না, সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ শাওন প্রমুখ।

মাভৈঃ আবৃত্তি সংসদের সভাপতি কাসিব মুন্না বলেন, ‘দীর্ঘ পথ পরিক্রমায় মাভৈঃ আজ ১৮ বছর পার করছে। এ দীর্ঘ সময়ে যারা মাভৈ এর সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।