ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
বগুড়ায় পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইসি ( প্রাথমিক সমাপনী) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া: বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইসি ( প্রাথমিক সমাপনী) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১২ নভেম্বর) দুপুরের পর বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক।  
 
আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান হাসান জাহিদ হেলাল, আওয়ামী লীগ নেতা এনামুল হক রুমি, ইয়াকুব আলী সরদার, ইউপি সদস্য এনামুল হক, প্রধান শিক্ষক বজলুর রশিদ, শিক্ষক রোকসান আক্তার, রানিমা রহিমা, বিদ্যালয় কমিটির সহ-সভাপতি শাহাব উদ্দিন, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাছুদ রানা, আরাফাত, জুয়েল ও মানিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এমবিএইচ/‌এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।