ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বদরগঞ্জ ডিগ্রি কলেজের ৪৯ বছরপূর্তি ও নবীন বরণ

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
বদরগঞ্জ ডিগ্রি কলেজের ৪৯ বছরপূর্তি ও নবীন বরণ

রংপুরের বদরগঞ্জ ডিগ্রি কলেজের ৪৯ বছরপূর্তি ও নবীন বরণ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রংপুর: রংপুরের বদরগঞ্জ ডিগ্রি কলেজের ৪৯ বছরপূর্তি ও নবীন বরণ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

শনিবার (১২ নভেম্বর) বদরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুহাম্মদ মাজেদ আলি ও সঞ্চালনায় ছিলেন উপাধ্যক্ষ গোলজার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান শরিফা সালোয়াডিনা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম, রুবিনা আখতার।
 
সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, এই কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে আমি গর্বিত। এখানেই আমার রাজনৈতিক জীবনের হাতেখড়ি।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।