ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
নোবিপ্রবির ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য সি ইউনিটের ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য সি ইউনিটের ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।

নির্ধারিত দিনে নোয়াখালী জিলা স্কুল কেন্দ্রের পরীক্ষা নোয়াখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বুধবার (০৯ নভেম্বর) সকালে নোবিপ্রবির ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সচিব ও রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ১২ নভেম্বর শনিবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু ওইদিন সকালে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকার কারণে সি ইউনিটের  নোয়াখালী জিলা স্কুল কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষা (রোল ৬২৯০১ থেকে ৬৩৮৯৮ পর্যন্ত) নোয়াখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।