ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবির অনার্স ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
হাবিপ্রবির অনার্স ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর শুরু

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৭ সালের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর শুরু হয়ে ২১ ডিসেম্বর শেষ হবে।

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৭ সালের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর শুরু হয়ে ২১ ডিসেম্বর শেষ হবে।

এবারও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন অনলাইনে অথবা মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে করতে হবে।

আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে।

আগামী ১২ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন।

এবার ৮টি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ১৯৫৫  জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবেন।

মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ আসন ও বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে।

এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের  www.hstu.ac.bd/admission এ ওয়েব সাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।