ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সাম্প্রদায়িক শক্তির বিষবাষ্প নিশ্চিহ্ন করতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
সাম্প্রদায়িক শক্তির বিষবাষ্প নিশ্চিহ্ন করতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক শক্তির উত্থান দেখতে চাই না।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক শক্তির উত্থান দেখতে চাই না। সাম্প্রদায়িক শক্তির বিষবাষ্প নিশ্চিহ্ন করতে হবে এবং জঙ্গিবাদ গোষ্ঠীর অপতৎপরতা রোধ করতে হবে।

 

মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালযের স্মৃতি চিরন্তনে ‘সাম্প্রদায়িকতা বিরোধী মানববন্ধন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক-শিক্ষার্থী এ ধরনের সাম্প্রদায়িক শক্তির উত্থানকে মেনে নেবে না। তারা এসবের প্রতিবাদ করবে। অসাম্প্রদায়িক এ দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করে।

এসময় তিনি মানববন্ধন আয়োজকদের ধন্যবাদ জানান।

ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ বলেন, এ ঘটনার মূল হোতাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনের জন্য সরকারের নিকট আহ্বান জানান।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডিইউডিএস এর সভাপতি রাইহান শানন, ফটোগ্রাফি সোসাইটির সভাপতি প্যারিস তালুকদার, মাইম অ্যাকশানের প্রতিষ্ঠাতা সভাপতি মীর লোকমান, চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার তাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এসকেবি/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।