ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

‘বিভাগের স্বার্থেই ঢাবিতে স্নাতক উত্তীর্ণ শিক্ষক নিয়োগ’

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
‘বিভাগের স্বার্থেই ঢাবিতে স্নাতক উত্তীর্ণ শিক্ষক নিয়োগ’

ঢাকা বিশ্ববিদ্যালয়: ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের স্বার্থেই স্নাতক (সম্মান) উত্তীর্ণ তিনজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে- জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

সোমবার (৭ নভেম্বর) ঢাবি উপাচার্যের দফতরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভাগের স্বার্থেই বুয়েট থেকে স্নাতক (সম্মান) উত্তীর্ণ তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

দক্ষিণ এশিয়ার অনেক দেশেই এ রকম হয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, সাধারণত প্রকৌশল থেকে যারা স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করে তাদের মাস্টার্স ডিগ্রি দরকার হয় না। আমরা তিনবার বিজ্ঞপ্তি দিয়েছি, মাস্টার্স উত্তীর্ণ যোগ্যতাসম্পন্ন আবেদনকারী না পেয়ে শর্ত শিথিল করে তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে।

স্নাতক (সম্মান) ডিগ্রি লাভের পরে ভালো ছাত্রদের স্ব-স্ব বিশ্ববিদ্যালয় নিয়ে নেয়। যে কারণে আমাদের ভালো নিতে হলে অনার্স-এর পরপরই নিতে হবে। তাই নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অনুষদের ডিন ও বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

** মাস্টার্স পাস না করেই ঢাবির শিক্ষক!

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এসকেবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।