ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শেকৃবি’র ১০ শিক্ষার্থী পেলেন জাপানের এনইএফ বৃত্তি

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
শেকৃবি’র ১০ শিক্ষার্থী পেলেন জাপানের এনইএফ বৃত্তি

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ১০ শিক্ষার্থী জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) বৃত্তি পেয়েছেন।  

সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় উপাচার্য কনফারেন্স কক্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননাপত্র ও ছয় মাসের বৃত্তির অর্থ তুলে দেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।

উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, জাপান এদেশে জন্মলগ্ন থেকেই আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে চলা একটি বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী। শিক্ষাক্ষেত্রেও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিয়ে চলছে। জাপানের এনইএফ অ্যাওয়ার্ড তারই প্রমাণ বহন করে।  

এ সর্ম্পকের বন্ধন আরও অটুট রাখার লক্ষে শান্তিপূর্ণ দেশ গঠনে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।  

এনইএফ বাংলাদেশ কমিটির সদস্য ও এ বিশ্ববিদ্যালয়ের এনইএফ বৃত্তি সংক্রান্ত কমিটির সভাপতি প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. রুহুল আমিন, প্রক্টর প্রফেসর ড. মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

মাসিক দুই হাজার একশত পঁচাশি টাকা করে আগামী তিন বছর তারা এ বৃত্তি পাবেন। ২০১৯ সাল পর্যন্ত প্রতিবছর এ বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী এ বৃত্তি পাবেন।  

অনুষ্ঠানে বক্তরা নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনকে এ বৃত্তি দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।