ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণির ভর্তির মেধা তালিকা মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণির ভর্তির মেধা তালিকা মঙ্গলবার

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা মঙ্গলবার (০১ নভেম্বর) প্রকাশিত হবে।

সোমবার (৩১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu<space>athn<space>roll লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

এসএমএসের মাধ্যমে মঙ্গলবার বিকেল ৪টা থেকে ফল জানা যাবে। এছাড়াও রাত ৯টায় ওয়েবসাইট (www.nu.edu.bdadmissions
অথবা admissions.nu.edu.bd) থেকে বিস্তারিত ফল পাওয়া যাবে।
 
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমআইএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।