ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জেএসসি-জেডিসিতে বগুড়ায় পরীক্ষার্থী ৫০ হাজার ৪৬৩ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জেএসসি-জেডিসিতে বগুড়ায় পরীক্ষার্থী ৫০ হাজার ৪৬৩ জন

বগুড়া: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার বগুড়ায় ৫০ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। জেলার মোট ৫৮টি কেন্দ্রে মঙ্গলবার (০১ নভেম্বর) থেকে এ পরীক্ষা শুরু হবে।


 
সোমবার (৩১ অক্টোবর) জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, ‍সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। প্রয়োজনীয় সংখ্যক ভিজিলেন্স টিমও থাকবে।
 
এছাড়া সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলেও জানান এ কর্মকর্তা।
 
সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় জেএসসি পরীক্ষায় ৩৭ হাজার ৭৮০ জন পরীক্ষার্থী ৩৯টি কেন্দ্রে ও জেডিসি পরীক্ষায় ১২ হাজার ৫৮৩ জন ১৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
 
এর মধ্যে জেএসসি পরীক্ষায় বগুড়া সদর উপজেলার ৬টি কেন্দ্রে ৭ হাজার ১৩৭ জন, ধুনটে ২টি কেন্দ্রে ২ হাজার ৯৩৯ জন, সারিয়াকান্দির ৩টি কেন্দ্রে ২ হাজার ৮৮১ জন, আদমদীঘির ৪টি কেন্দ্রে ২ হাজার ২৭৫ জন, শিবগঞ্জের ৫টি কেন্দ্রে ৪ হাজার ১৬৪ জন, শেরপুরের ৩টি কেন্দ্রে ৩ হাজার ৭৪৯ জন, নন্দীগ্রামের ২টি কেন্দ্রে ১ হাজার ৫৮১ জন, গাবতলীর ২টি কেন্দ্রে ২ হাজার ৬৩৭ জন, শাজাহানপুরের ৪টি কেন্দ্রে ২ হাজার ৯৫৯ জন, দুপচাঁচিয়ার ৩টি কেন্দ্রে ২ হাজার ২৬৩ জন, সোনাতলার ৩টি কেন্দ্রে ৩ হাজার ৪৬৮ জন ও কাহালুর ২টি কেন্দ্রে ১ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
 
অপরদিকে জেডিসি পরীক্ষায় বগুড়া সদর উপজেলার ২টি কেন্দ্রে ১ হাজার ১৪৯ জন, ধুনটে ১টি কেন্দ্রে ৯২৪ জন, সারিয়াকান্দির ১টি কেন্দ্রে ৫১৮ জন, আদমদীঘির ১টি কেন্দ্রে ৪৪০ জন, শিবগঞ্জের ২টি কেন্দ্রে ১ হাজার ৬৪৬ জন, শেরপুরের ৩টি কেন্দ্রে ১ হাজার ৩৩০ জন, নন্দীগ্রামের ২টি কেন্দ্রে ৭৪৪ জন, গাবতলীর ২টি কেন্দ্রে ১ হাজার ১৩০ জন, শাজাহানপুরের ২টি কেন্দ্রে ১ হাজার ৩৭৯ জন, দুপচাঁচিয়ার ১টি কেন্দ্রে ৮১১ জন, সোনাতলার ১টি কেন্দ্রে ৪৪৯ জন ও কাহালুর ১টি কেন্দ্রে ৯৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
 
মঙ্গলবার (০১ নভেম্বর) থেকে পরীক্ষা শুরু হয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) শেষ হওয়ার শিডিউল রয়েছে।
  
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।