ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবির স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বাকৃবির স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর বাকৃবির ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এবার মেধাতালিকায় ৬২.৫ শতাংশ ছেলে ও ৩৭.৫ শতাংশ মেয়ে শিক্ষার্থী। ছয়টি অনুষদে ১ হাজার ২শ সিটের বিপরীতে ১২শ জন মেধাতালিকায় ও ১১৯৫ জন অপেক্ষামান শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

লিখিত পরীক্ষায় সর্বোচ্চ ৯০.৭৫ নম্বর ও সর্বনিম্ন ৫৫.৫ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা মেধাতালিকায় স্থান পেয়েছে।

মেধা ও অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীরা ০২ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে অনুষদ ভিত্তিক অপশন দিতে পারবে। মেধা তালিকাভুক্ত প্রার্থীদের অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে ২০ নভেম্বর।

মেধা তালিকাভুক্ত শিক্ষার্থীরা ২৮ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভর্তি হতে পারবে।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এনটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।