ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ সোমবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় প্রকাশিত হবে।
 
রোববার ( ৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করবেন।
 
গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় ও বাইরের ৯৯ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১৫৪০টি (বিজ্ঞান- ১০৯৭টি, বিজনেস স্টাডিজ- ৩৯০, মানবিক- ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ১৭০ জন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ৩০,২০১৬
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।