ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতের দায়ে আটক ৫‍

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতের দায়ে আটক ৫‍

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি জালিয়াতের অভিযোগে ৫ ভর্তিচ্ছুকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ অক্টোবর) পরীক্ষা চলাকালীন সময়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতদের মধ্যে তরিকুল ইসলামকে নীলক্ষেত হাইস্কুল থেকে ডিভাইসসহ আটক করা হয়। কার্জন হল থেকে আজিমুল আবিদ রিফাত। তাৎক্ষণিকভাবে অন্যদের নাম জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে ৪ জনকে  আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসকেবি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।