ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
রাবির ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ডি ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ) ভর্তি পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

এতে ৫২০টি আসনের বিপরীতে ৮৯১ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আগামী ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টায় সাক্ষাৎকার শুরু হবে।

ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী সাদিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারদাতাদের আগামী ১২ নভেম্বরের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। এছাড়া পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্রও সঙ্গে আনতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকার গ্রহণের পর ভর্তিচ্ছুদের চূড়ান্ত তালিকা ১৭ নভেম্বর অনুষদের নোটিশ বোর্ড ও প্রকাশ করা হবে। পরে অপেক্ষামাণ তালিকা প্রকাশ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি শুরু ও আগামী বছরের ১ জানুয়ারি ক্লাস শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ