ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সুশান্ত পালের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
সুশান্ত পালের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় সহকারী কমিশনার (কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট) সুশান্ত পালের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।



তিনি বলেন, সুশান্ত পালের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা রেকর্ড করা হয়েছে।

শিক্ষার্থীদের পক্ষে এ মামলা দায়ের করেন ঢাবির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুতাকাব্বির খান প্রবাস।

গত ২০ অক্টোবর ঢাবিকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন সুশান্ত পাল। এর পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে ঢাবি শিক্ষার্থীরা।

এর পরিপ্রেক্ষিতে রোববার (২৩ অক্টোবর) তার শাস্তির দাবিতে মানববন্ধনও করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসকেবি/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।