ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবে আন্তর্জাতিক মোবাইল ফিল্ম প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ইউল্যাবে আন্তর্জাতিক মোবাইল ফিল্ম প্রতিযোগিতা

ঢাকা: প্রথমবারের মতো আন্তর্জাতিক মোবাইল ফিল্ম প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘সিনেমাস্কোপ  মোবাইল ফিল্ম কম্পিটিশন ২০১৭’ (সিএমেএফসি) শীর্ষক এ প্রতিযোগিতায় স্থান পাচ্ছে মোবাইলে ধারণকৃত স্বল্পদৈর্ঘ্য সব চলচ্চিত্র।
 
প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোবাইল ফোনে ধারণকৃত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দিতে পারবে। জমা দেওয়ার শেষ তারিখ ৩ নভেম্বর ২০১৬।  

এই প্রতিযোগিতায় অংশ নিতে কোনো ফি লাগবে না। তবে যারা নির্ধারিত সময়ের পর আগামি ৪ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দিবে তারা নির্ধারিত ৪০০ টাকা দিয়ে ফিল্ম জমা দিতে পারবে।

প্রতিযোগিতায় বিচারক মণ্ডলীতে থাকবেন দেশে ও বিদেশে সব স্বনামধন্য ব্যক্তিবর্গ। নির্বাচিত ছবিগুলো ২৮শে জানুয়ারি ২০১৭ তে ইউল্যাব অডিটোরিয়ামে প্রদর্শন করা হবে।  

প্রদর্শন শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে প্রাইজমানি এবং নির্বাচিত চলচ্চিত্রগুলোকে সার্টিফিকেট প্রদান করা হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন https://filmfreeway.com/festival/CMFC।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ