ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জবিতে প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঢাকা ‘বি’ অঞ্চলের  ‘প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড-২০১৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির আয়োজনে জবি প্রাণিবিদ্যা বিভাগে একটি বর্ণাঢ্য ৠালির মাধ্যমে অলিম্পিয়াড শুরু হয়।

ৠালিটি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সামনে থেকে শুরু হয়ে কলা অনুষদ প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমাদেরকে সম্বিলিতভাবে জীববৈচিত্র্যের দিকে গুরুত্ব দিতে হবে। জীববৈচিত্র্যের প্রায়োগিক দিকগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।  

‘বি’ অঞ্চলের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হন গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির আয়েশা আক্তার বিউটি এবং রানারআপ হন ঢাকা ইম্পেরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির সুমাইয়া তানজিন।
 
প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডে স্নাতক পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানারআপ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যথাক্রমে প্রভাকর এবং আজহারুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গুলশান আরা লতিফা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া।  

অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ডিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ