ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবি 'ডি' ইউনিটের পরীক্ষার সিটপ্ল্যান প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জবি 'ডি' ইউনিটের পরীক্ষার সিটপ্ল্যান প্রকাশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান শ্রেণির 'ডি' ইউনিট অর্থাৎ, সামাজিক বিজ্ঞান অনুষদের সিটপ্ল্যান (আসনবিন্যাস) প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত জবি ক্যাম্পাসসহ মোট ২২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।



মঙ্গলবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, এবার ‘ডি’ ইউনিটের ৫৯০টি আসনের (মানবিক-৩৬০, বিজ্ঞান-১৪৪, বাণিজ্য ও অন্যান্য- ৮৬) বিপরীতে ৪৮ হাজার ১২ জন অর্থাৎ, প্রতি আসনের বিপরীতে প্রায় ৮১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এতে আরও জানানো হয়,  ৪০০০০১ থেকে ৪০৭৩০০ পর্যন্ত জবি ক্যাম্পাস, ৪০৭৩০১ থেকে ৪০৮৭০০ পর্যন্ত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নতুন ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ল্যাবে ম্যানুয়াল শিক্ষার্থী, ৪০৮৭০১ থেকে ৪০৯৮০০ পর্যন্ত ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, ৪০৯৮০১ থেকে ৪১০৯০০ পর্যন্ত বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ৪১০৯০১ থেকে ৪১১৯০৬ পর্যন্ত এবং ৪৫০০০১ থেকে ৪৫০১৯৪ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুল, ৪৫০১৯৫ থেকে ৪৫৩৪৯৪ পর্যন্ত সরকারি তিতুমীর কলেজ, ৪৫৩৪৯৫ থেকে ৪৫৫২৯৪ পর্যন্ত ফজলুল হক মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, ৪৫৫২৯৫ থেকে ৪৫৬০৯৪ পর্যন্ত ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুল, ৪৫৬০৯৫ থেকে ৪৫৮০৯৪ পর্যন্ত সেন্ট্রাল উইমেন্স কলেজ, ৪৫৮০৯৫ থেকে ৪৬০৬৯৪ পর্যন্ত শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ৪৬০৬৯৫ থেকে ৪৬৪০৯৪ পর্যন্ত উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ৪৬৪০৯৫ থেকে ৪৬৭৪৯৪ পর্যন্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ৪৬৭৪৯৫ থেকে ৪৬৯১৯৪ পর্যন্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ৪৬৯১৯৫ থেকে ৪৭০১৯৪ পর্যন্ত নীলক্ষেত হাই স্কুল, ৪৭০১৯৫ থেকে ৪৭০৭৪৪ পর্যন্ত এবং ৪৮০০০১ থেকে ৪৮০৯৫০ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৪৮০৯৫১ থেকে ৪৮২৭৫০ পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ৪৮২৭৫১ থেকে ৪৮৪২৫০ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ৪৮৪২৫১ থেকে ৪৮৫৬৫০ পর্যন্ত আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ৪৮৫৬৫১ থেকে ৪৮৮১৫০ পর্যন্ত ঢাকা সিটি কলেজ, ৪৮৮১৫১ থেকে ৪৯০৩৫০ পর্যন্ত আইডিয়াল কলেজ, ৪৯০৩৫১ থেকে ৪৯২১৫০ পর্যন্ত গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ৪৯২১৫১ থেকে ৪৯৪১৫০ পর্যন্ত ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, এবং ৪৯৪১৫১ থেকে ৪৯৫৩৬২ পর্যন্ত রোলধারী পরীক্ষার্থীদের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন-ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ইত্যাদি) সঙ্গে আনা যাবে না। পরীক্ষার্থীদের হাফ হাতা জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা ছাড়া) পরে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। তবে যারা ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরবেন তাদের জন্য পোশাকের শর্ত শিথিলযোগ্য।

এছাড়া পরীক্ষার্থীকে প্রিন্ট করা প্রবেশপত্র  অবশ্যই সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষা দিতে দেওয়া হবে না বলেও সতর্ক করেছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ডিআর/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।