ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেণ্ট শুরু

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেণ্ট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৩২টি বিভাগের ৩২টি দল নিয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০১৬ শুরু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা মাঠ) এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবল ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আব্দুল বাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলী নূর।

এছাড়া, আরও উপস্থিত ছিলেন- জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. আছমা বিনতে ইকবাল প্রমুখ।

আগামী ১০ নভেম্বর (বৃহস্পতিবার) প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ডিআর/জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।