ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি’র ভাইস চ্যান্সেলরকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বশেমুরবিপ্রবি’র ভাইস চ্যান্সেলরকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড-২০১৬’ অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে সংবর্ধনা দিয়েছেন।

 

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ভাইস চ্যান্সেলর অফিস কক্ষে ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম হীরা, সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এসএম এস্কান্দার আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এসএম গোলাম হায়দার, কর্মচারী সমিতির সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তৌফিক আহম্মদ প্রমুখ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকেও ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

মহাত্মা গান্ধী স্মৃতি পরিষদ, ঢাকা ১৯ অক্টোবর ২০১৬ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বশেমুরবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনকে ‘মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড-২০১৬’ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।