ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
জবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘এ’ ইউনিট বা বিজ্ঞান অনুষদের ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষা চলছে।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৩১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এবার ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত) ৮শ’ ২৫টি আসনের (বিজ্ঞান-৭৯৭ ও  অন্যান্য-২৮) বিপরীতে ৬৪ হাজার ৩শ’৬ জন অর্থাৎ প্রতিটি আসনে প্রায় ৭৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পরীক্ষার জন্য আবেদন করেছেন।

এবার  জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের পাশাপাশি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভ.বয়েজ হাই স্কুল, আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, গভ. ল্যাবরেটরি হাই স্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ, নীলক্ষেত হাইস্কুল, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সেগুনবাগিচা হাই স্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট্রাল উইমেনস কলেজ, ফজলুল হক মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ,  ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুল, ঢাকা গভ.মুসলিম হাই স্কুল, কে.এল. জুবিলী স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল এবং আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিবারের মতো এবারও পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল) নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া, যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম রোধে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
ডিআর/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।