ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবি’র রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন ২০ মে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
জাবি’র রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন ২০ মে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছরের ২০ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের তফসিল যথাসময়ে ঘোষণা করা হবে।

তিন বছর পর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রায় দীর্ঘ ১৫ বছর এ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

সর্বশেষ ১৯৯৮ সালে নির্বাচিত রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধিদের মেয়াদ শেষ হয় ২০০১ সালের ১ জুন।

গত ০৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকি অনুষদের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট থেকে সিনেট প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২০ অক্টোবর পর্যন্ত সময় বেধে দেয় বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষক পরিষদ।

বাংলাদেশ সময়: ০৪৪৯ ঘণ্টা, অক্টোবর  ২১, ২০১৬
এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।