ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বেরোবি'র ৮ বছর পূর্তি উপলক্ষে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
বেরোবি'র ৮ বছর পূর্তি উপলক্ষে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নয় বছরে পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে।

 

বুধবার (১৯ অক্টোবর) নানা কর্মসূচির মধ্যদিয়ে এ দিনটি উদযাপন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

গত বুধবার (১২ অক্টোবর) ৮ বছর পূর্ণ করেছে বেরোবি। এ দিন পবিত্র আশুরার ছুটি থাকায় এক সপ্তাহ পর নয় বছর পূর্তি অনুষ্ঠান উদযান করেছে কর্তৃপক্ষ।

সকাল ১০টায় পতাকা উত্তোলন ও বেলুন-কবুতর উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নূর-উন-নবী।

পরে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।