ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবি’র ৩৩তম ব্যাচের এক যুগপূর্তি শুক্রবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
জাবি’র ৩৩তম ব্যাচের এক যুগপূর্তি শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের একযুগ পূর্তি উদযাপন অনুষ্ঠান আগামী ২১ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

বুধবার (১৯ অক্টোবর) অনুষ্ঠানের আহ্বায়ক এটিএম রেজাউল হক দেহলভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাবির ৩৩তম ব্যাচের এক যুগপূতি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচির মধ্যে রয়েছে, বর্ণাঢ্য র‌্যালি, কুপন ও গিফট বিতরণ, আড্ডা, নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র, সম্মাননা প্রদানসহ সন্ধ্যায় জনপ্রিয় ব্যান্ড দল সোলসের পরিবেশনায় থাকছে সাংষ্কৃতিক অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।