ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

রংপুরে কলেজ জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
রংপুরে কলেজ জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট ডিগ্রি কলেজকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ উপলক্ষে সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ওই কলেজ প্রাঙ্গণ থেকে একটি ৠালি বের করা হয়।

পরে র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান এলাকা ঘুরে ফের ওইখানে এসে মিলিত হয়। র‌্যালিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ রাজনৈতিক নেতারা।

পরে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আবদুল বারী মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও অভিভাবকসহ শিক্ষার্থীরা। সবশেষে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬

এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।