ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

গবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২৫ অক্টোবর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
গবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২৫ অক্টোবর ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণবিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণবিশ্ববিদ্যালয়ে আগামী ২৫ অক্টোবর থেকে অনার্স এবং মাস্টার্সের সব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে।

অনার্সের ১৬টি বিভাগ ও মাস্টার্সের ছয়টি বিভাগে এবার প্রায় চার সহস্রাধিক শিক্ষার্থী বিষয় ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী বলেন, পরীক্ষাসূচি অনুসারে নির্দিষ্ট দিনগুলোতে সকাল সাড়ে নয়টা ও দুপুর দেড়টায় দুই পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতির কাজ চলছে।

শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে যোগাযোগ করে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের নির্দেশনা দেন তিনি।  

যথাসময়ে পরীক্ষা শেষ করতে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষার আগেই ব্যবহারিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে। ফলে এবার যথাসময়ে ফলাফল শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করা সম্ভব হবে বলে আশা করছেন পরীক্ষা নিয়ন্ত্রক।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬

এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।