ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে জেনোসাইড স্টাডিজ ডিপ্লোমা কোর্সের সনদপত্র বিতরণ

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
ঢাবিতে জেনোসাইড স্টাডিজ ডিপ্লোমা কোর্সের সনদপত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ-এর শিক্ষার্থীদের মধ্যে ‘পিজিডি ইন জেনোসাইড স্টাডিজ কোর্স’র সনদপত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) সেন্টারের শ্রেণিকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

আরেফিন সিদ্দিক বলেন, গণহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ পৃথিবীর একটি বড় সংকট। এই সংকট মোকাবিলায় সবার সম্মিলিত চেষ্টা প্রয়োজন।

এদিন তিন মাস মেয়াদী এই ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ ২৮ জন শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এসকেবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।