ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

আশুরা ও পূজার ছুটি শেষে শাবিপ্রবি খুলছে রোববার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
আশুরা ও পূজার ছুটি শেষে শাবিপ্রবি খুলছে রোববার

শাবিপ্রবি: পবিত্র আশুরা ও শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) খুলছে রোববার (১৬ অক্টোবর)।

শনিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার জুবায়ের আহমেদ চৌধুরী’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, রোববার থেকে যথানিয়মে ক্লাস-পরীক্ষাসহ অফিসিয়াল সব কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, বাবা-মায়ের সঙ্গে আশুরা ও পূজার ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।