ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
বাকৃবিতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

এতে সভাপতিত্ব করেন জিটিআই পরিচালক অধ্যাপক ড. এম মোজাহার আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, কৃষি সাংবাদিকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় ও শিক্ষার মান নিয়েও সাংবাদিকদের লেখালেখি করতে হবে। তোমাদের সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট থাকতে হবে।
 
এতে বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন ও প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর ড. মাছুমা হাবিব।

দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত ১৮ জন সাংবাদিক এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।