ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল মেডিকেলে এমবিবিএস-বিডিএস পরীক্ষা শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
বরিশাল মেডিকেলে এমবিবিএস-বিডিএস পরীক্ষা শুক্রবার

বরিশাল: সারা দেশের সঙ্গে একযোগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (০৭ অক্টোবর) সকাল ১০টায় একযোগে এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১১টায়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের আওতায় দু’টি কেন্দ্রে ৩ হাজার ২২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। যার মধ্যে মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ১ হাজার ৭২২ জন ও মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ১ হাজার ৫শ’ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ভাস্কর সাহা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, পরীক্ষা গ্রহণের লক্ষে সিট প্লান ও নিরাপত্তাসহ সব আয়োজন আগে থেকেই শেষ করা হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্র শাখার অফিস সহকারী মো. রনি বাংলানিউজকে জানান, শুক্রবার এমবিবিএস ৪৮তম ব্যাচ ও বিডিএস কোর্সে ৬ষ্ঠ ব্যাচের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এ মেডিকেলে।

বরিশাল মেডিকেল কলেজে মোট ২৪৯টি আসনের জন্য ভর্তি পরীক্ষা দেবেন শিক্ষার্থীরা। এ আসনের মধ্যে ১৯৭টি এমবিবিএস ও ৫২টি বিডিএস।

২০ সেপ্টেম্বর অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শেষ হয়েছে।

এদিকে, পটুয়াখালী মেডিকেল কলেজকে এখন পর্যন্ত কেন্দ্র ঘোষণা না করায় সেখানে ভর্তি পরীক্ষা হবে না। বরিশালসহ অন্যান্য মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়াদের মধ্যে ৫০ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
এমএস/আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।