ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো সেন্ট জেভিয়ার কলেজ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো সেন্ট জেভিয়ার কলেজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পশ্চিমবঙ্গের কলকাতার সেন্ট জেভিয়ার কলেজ।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের সফররত প্রতিনিধিদলের সদস্যরা এ শ্রদ্ধা নিবেদন করেন।



আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কলেজের অধ্যাপক আশীষ মিত্র।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আগে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে মশাল প্রজ্জ্বলন করেন সেন্ট জেভিয়ার কলেজের প্রতিনিধিদলের সদস্যরা।   এর আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রতিনিধিদলকে স্বাগত ও শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই বাংলার জন্যই গৌরবের।  

এ সময় অধ্যাপক আশীষ মিত্র বলেন, দুই বাংলার অভিন্ন সংস্কৃতি আমাদের মধ্যে এক আত্মার সংযোগ ঘটিয়েছে। এ সংযোগ কোনো দিনই বিচ্ছিন্ন হবার নয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সেন্ট জেভিয়ার কলেজের বাংলা সাহিত্য সোসাইটির সম্পাদক শুভেচ্ছা চৌধুরী বক্তব্য দেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশন‍া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।