ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু শনিবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু শনিবার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস ৬ ফেব্রুয়ারি (শনিবার) থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন এ তথ্য জানিয়েছেন।



তিনি বলেন, ৬ ফেব্রুয়ারি থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। ক্লাসের সময়সূচি নিজ নিজ বিভাগীয় অফিস থেকে জানা যাবে।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে কিছু শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্য বিভাগ ও প্রতিষ্ঠানে চলে যাওয়ার কারণে বেশ কিছু আসন শূন্য হয়। এসব শূন্য আসন পূরণের জন্য ৩০ জানুয়ারি পর্যন্ত ভর্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এ কারণে ২০ জানুয়ারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৬ ফেব্রুয়ারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।