ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
বশেমুরবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে তারা এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।



বশেমুরবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদসহ নবনির্বাচিত কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম (হিরা) এবং সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি-১ ডেপুটি লাইব্রেরিয়ান মো. নাছিরুল ইসলাম, সহ-সভাপতি-২ সহকারী রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক-১ সহকারী প্রোগ্রামার বিএম আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক-২ হিসাব কর্মকর্তা ওয়ালিদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম, দফতর সম্পাদক প্রশাসনিক কর্মকর্তা আসলাম হোসেন, ক্রীড়া সম্পাদক ব্রাদার রাজীব কুমার বাছাড়, নির্বাহী সদস্য পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার এসএম এস্কেন্দার আলী, ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব মো. তহিদুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মো. ওবায়দুর রহমান, নার্স যুথি আক্তার ও অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।