ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবিতে ছাত্রলীগের মিছিল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ইবিতে ছাত্রলীগের মিছিল ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ইবি: ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমবাগানের দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়।



ইবি ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে অন্যান্যদের মধ্যে ছিলেন, ইবি ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান মিজু, ইমদাদুল হক সোহাগ, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, শিশির ইসলাম বাবু, জুয়েল রানা হালিম, সেলিম জামিল, আরাফাত, আতাউর, আসাদ, অনিক, মেহেদি প্রমুখ।

সমাবেশে বক্তারা নবীন শিক্ষার্থীদের ছাত্রলীগে যোগ দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।