ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসিতে প্রথম দিনে অনুপস্থিত ৬৮২৬, বহিষ্কার ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
এসএসসিতে প্রথম দিনে অনুপস্থিত ৬৮২৬, বহিষ্কার ৮ ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন ছয় হাজার ৮২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শতকরা হিসেবে তা শূন্য দশমিক ৪৫ শতাংশ।


 
পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে সাত শিক্ষার্থীকে। এছাড়া একজন পরিদর্শকও বহিষ্কার হয়েছেন।
 
পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে এতথ্য জানানো হয়েছে।
 
সোমবার (০১ ফেব্রুয়ারি) এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা ছিল।
 
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজবীদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা-২ (১৯২১) (সৃজনশীল) ও বাংলা-২ (৮১২১) (সৃজনশীল) ও দাখিল ভোকেশনালে বাংলা-২ (১৭২১) (সৃজনশীল) পরীক্ষা হয়েছে।
 
তিন হাজার ১৪৩টি কেন্দ্রে এসএসসি ও সমামানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
 
প্রথম দিন ঢাকা বোর্ডে ৮৪৭ জন, রাজশাহীতে ৪২১ জন, কুমিল্লায় ৫১০ জন, যশোরে ৪২৩ জন, চট্টগ্রামে ২৭৯ জন, সিলেটে ২৫২, বরিশালে ২৫০ এবং দিনাজপুর বোর্ডে ৩০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
 
মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল দুই হাজার ৫৯৭ জন এবং কারিগরি বোর্ডে ৯৪১ পরীক্ষার্থী।
 
যশোর ও মাদ্রাসা বোর্ডে একজন করে এবং কারিগরি বোর্ডে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।
 
মাদ্রাসা বোর্ডের একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।