ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা শিক্ষাবোর্ডে অনুপস্থিত ৫১০, বহিষ্কার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
কুমিল্লা শিক্ষাবোর্ডে অনুপস্থিত ৫১০, বহিষ্কার ১

কুমিল্লা: এসএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬ জেলায় প্রথম দিনে ৫১০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।



সোমবার (০১ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের সেকশন অফিসার বিধান চন্দ্র দেবনাথ বাংলানিউজকে জানান, ৬ জেলায় প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৫১০ জনের মধ্যে কুমিল্লার ১৬৭ জন, চাদঁপুরের ৯১ জন, লক্ষ্মীপুরের ৩৮ জন, ফেনীর ৪৯ জন, ব্রাহ্মণবাড়িয়ার ৭৯ জন ও নোয়াখালীর ৮৬ জন শিক্ষার্থী রয়েছে।

এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ পরীক্ষা কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।