ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সিসিটিভির আওতায় ঢাবির কলাভবন এলাকা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
সিসিটিভির আওতায় ঢাবির কলাভবন এলাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়: সামাজিক অপকর্ম রোধ ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও লেকচার থিয়েটার ভবনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) কলাভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিসিটিভি ব্যবস্থার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।



এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন আশা প্রকাশ করে বলেন, নব-স্থাপিত এই সিসিটিভি সার্ভেইলেন্স সিস্টেম সামাজিক অপকর্ম রোধ তথা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।