ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
শাবিপ্রবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের নামে যৌন হয়রানির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।



শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ অংশ নেন।

সম্প্রতি র‌্যাগিংয়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ওপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।