ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ

ঢাকা: ইস্টার্ন ইউনিভার্সিটিতে (ইইউ) ‘স্প্রিং-২০১৬’ সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। দু’টি পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রহিম আফরোজ (বাংলাদেশ) লিমিটেডের গ্রুপ হেড কম্পায়ান্স মো. মাহসুদুর রহমান এবং সিটিসেলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মেহবুব চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।

এতে স্বাগত বক্তব্য দেন ইইউ’র উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।