ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবির ‘এ’ ইউনিটে শূন্য আসনে সাক্ষাৎকার ১ ফেব্রুয়ারি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
জবির ‘এ’ ইউনিটে শূন্য আসনে সাক্ষাৎকার ১ ফেব্রুয়ারি

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথম সেমিস্টারে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখার বিভিন্ন বিভাগে) খালি আসনের জন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জবি জনসংযোগের সহকারী পরিচালক সাইফুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে জানানো হয়, সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হয়েছে ৩ হাজার ৩৩৬ থেকে ৬ হাজার পর্যন্ত মেধাক্রমধারীদের। তাদের মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ১ ফেব্রুয়ারি সকাল ৯টায় ‘এ’ ইউনিটের সভাপতির অফিস কক্ষে (ডিন কার্যালয়ে) উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

মেধাক্রম অনুসারে বিষয়প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ২ থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তিচ্ছুদের কেউ এই সময়ের পরে এলে ভর্তির জন্য বিবেচনা করা হবে না।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএআর/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।