ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহ কমার্স কলেজের নবীনবরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ময়মনসিংহ কমার্স কলেজের নবীনবরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ কমার্স কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।



ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলাম, মাইজবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশফাক উদ্দিন আহমেদ, ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ারম্যান আবু মোহাম্মদ সায়েম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল আল্পনা সরকার, ময়মনসিংহ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সোরাইয়া ইয়াসমিন প্রমুখ।

পরে স্থানীয় জাদুকর ওয়াছেলের জাদু প্রদর্শনী উপভোগ করেন শিক্ষার্থী ও শিক্ষকরা।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।