ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রীতি সম্মিলন

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রীতি সম্মিলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থীদের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।  
 
গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
অনুষ্ঠানে আইন বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।  
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌল ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী,  রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী, রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক নজরুল ইসলাম, পদার্থ ও রসায়ন বিভাগের বিভাগের প্রধান ফজলুর রহমান প্রমুখ।  
  
অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা, নাচ-গান, নাটক অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।