ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরির তাঁবু জলসা বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরির তাঁবু জলসা বুধবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘আমরা করবো জয়’ থিম নিয়ে আয়োজিত অষ্টম জাতীয় কাব স্কউট ক্যাম্পুরির মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হবে বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায়।

বুধবার বাংলাদেশ স্কাউটসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



কাব ক্যাম্পুরি চারটি ভিলেজ, বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত কাব স্কাউটদের অংশগ্রহণে আটটি বিষয় উপস্থাপিত হবে এ মহাতাঁবু জলসায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহাতাঁবু জলসার শুভ উদ্বোধন করবেন।

বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ, প্রধান জাতীয় কমিশনার ও সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ বিশিষ্টজন এ সময় উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।