ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার দাবিতে ববিতে ক্লাশ বর্জন

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার দাবিতে ববিতে ক্লাশ বর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার দাবিতে ক্লাশ বর্জন করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অস্থায়ী ক্যম্পাসের শিক্ষার্থীরা।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাংলা বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্লাশ ও পরীক্ষা বর্জন করে নগরীর জিলা স্কুল সংলগ্ন অস্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় অবস্থান কর্মসূচিও পালন করেন।



পরে বাকী তিনটি বিভাগের শিক্ষার্থীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষকরা তাদের কক্ষে আটকা পড়েন।

শিক্ষার্থীরা জানায়, ২০ জানুয়ারি তাদের কর্ণকাঠীর স্থায়ী ক্যাম্পাসে গিয়ে ক্লাশ করার কথা থাকলেও নির্মাণ কাজে দেরি হওয়ার কারণ দেখিয়ে তা পেছানো হয়েছে।

এদিকে সরকারি নতুন দু’টি মাধ্যমিক স্কুলের শিক্ষা কার্যক্রম ২০ তারিখে থেকে অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয়ে গেছে।

কিন্তু প্রথম থেকেই এসব শিশুদের সঙ্গে অস্থায়ী ক্যাম্পাসে থাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি, জিওলজি অ্যান্ড মাইনিং ও ফিজিক্সসহ চারটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাশ করতে রাজি হয়নি।

এ কারণে আজ তারা পুনরায় ক্লাশ ও পরীক্ষা বর্জন করে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার দাবিতে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেছেন।

দুপুর ১২টায় শিক্ষার্থী সাঈদ জানান, তারা বর্তমানে বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলছেন। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তা ফয়সাল রুমি জানান, এখানে আন্দোলনের কোনো বিষয় নেই। বাংলা বিভাগের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার দাবি জানিয়েছেন এই যা।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।