ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

আইউবিতে পিঠা উৎসব

বারিশা হক, শিক্ষার্থী, আইইউবি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আইউবিতে পিঠা উৎসব ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সকালে যখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছেন তখন তারা চমকে গেছেন! এক ভিন্ন আমেজ দেখতে পেয়ে তারা সবাই পুলকিত হয়ে ওঠেন।

বলছি ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইউবি) পিঠা উৎসবের কথা।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) আইউবি ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে শীতকালীন পিঠা উৎসব।

শিক্ষার্থীরা নিজের হাতে বানিয়ে বিক্রি করেছেন শীতকালীন নানাজাত পিঠা। এর মধ্যে ছিল চিতই; ডিম চিতই; ভাপা; রসপিঠা; সাজপাকন; পুলিপিঠা; নকশিপিঠা; নাড়ু; শিরিষ পিঠা; সেমাই; কেক; পাটিসাপটা ইত্যাদি।

আইউবির সাংস্কৃতিক সংগঠন ডোসা (DOSA) এই উৎসবের আয়জন করে। সকালে প্রধান অতিথি হিসেবে যার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম ওমর রহমান। আয়োজক হিসেবে ছিলেন ডোসার ডেপুটি ডিরেক্টর কাজী ফারুক আহমেদ এবং সহযোগী ফাতেমাতুজ্জুহরা ও রাহাত ইবনে রাশিদ।

আয়োজকরা বলেন, এই পিঠা উৎসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঙালি ঐতিহ্য সম্পর্কে সচেতন করবে।

পিঠা উৎসব শুধুমাত্র আইউবিয়ানদের জন্য হলেও ‘লিপাআইস’ নামক একটি ব্যান্ড দল তাদের প্রমোশনের কাজে এই দিনে আইউবিতে স্টল দেয়। তারা ছাত্র-ছাত্রীদের কাছে মনের ইচ্ছা প্রকাশ করতে বলেন এবং তাৎক্ষণিক ছবিও প্রিন্টের ব্যবস্থা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।