ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরার ৪ সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
সাতক্ষীরার ৪ সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি

সাতক্ষীরা: তিন দফা দাবিতে সাতক্ষীরার চারটি সরকারি কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন করে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহ্বানে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা।



জেলার সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, কলারোয়া সরকারি কলেজ ও তালা সরকারি কলেজে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীরা আসলেও শ্রেণিকক্ষে যাচ্ছেন না শিক্ষকরা।

একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, ৮ম বেতন স্কেলে অধ্যাপকদের পদ ও বেতন অবনমনের প্রতিবাদ, পদ আপগ্রেড, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মবিরতি শুরু করেছেন।

২৮ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচি চলবে। দাবি আদায় না হলে- আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান আন্দোলনরত শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।